Responsive Ads Here

Sunday, May 6, 2018

::::আসুন নিজেই বানাই মাল্টি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সার্কিট:::::

আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কিভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে একটি মাল্টি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সার্কিট তৈরি করতে পারি । অনেক সময় দেখা যায় আমরা একটা সার্কিট তৈরি করলাম যার সাপ্লাই ভোল্টেজ ৫ ভোল্ট কিন্তু আমার ট্রান্সফরমার এর আউটপুট এ আছে ১২ ভোল্ট বা ৯ ভোল্ট বা ৬ ভোল্ট আর এই ক্ষেত্রেই আমরা সবথেকে বড় সমস্যার সম্মুখীন হই আর এই সময় যদি আমার একটি মাল্টি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বানানো থাকে তাহলে আমি খুব সহজেই সার্কিটটি পরীক্ষা করতে পারবো । যাই হোক অনেকক্ষন ফালতু প্যাচাল পারলাম এখন আমরা সরাসরি টিউন শুরু করবো…………… Unlimited Web Hosting প্রয়োজনীয় যন্ত্রপাতি : ১২ ভোল্ট সেন্টার ট্যাপ ট্রান্সফরমার – ১টি ডায়োড – ২টি ৯ভোল্ট রেগুলেটর – ১টি ৬ ভোল্ট রেগুলেটর- ১টি ৫ ভোল্ট রেগুলেটর- ১টি ৪৭০ মাইক্রোফ্যারাড ৩৫ ভোল্ট ক্যাপাসিটর- ২টি ২২০০ মাইক্রোফ্যারাড ৩৫ ভোল্ট ক্যাপাসিটর – ১টি ১০০০ মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর – ১টি ২২০ মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর – ১টি ২২০ ওহম রেজিস্টর – ১টি ৩ ভোল্ট জেনার ডায়োড – ১টি Ent ::::আসুন নিজেই বানাই মাল্টি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সার্কিট::::: এরপর উপরের চিত্রের মত করে সংযোগ করুন । নবীন হবিস্টদের হয়তো রেগুলেটর এর পা নিয়ে একটু সমস্যা থাকতে পারে, তাই আমি রেগুলেটর এর পায়ের ব্যাপারটাও ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট ওয়েট , রেগুলেটরের ৩টি পা থাকে , ১ম পা হচ্ছে ইনপুট, ২য় টা গ্রাউন্ড এবং ৩য় পা হচ্ছে আউটপুট এখনও হয়তো বলবেন যে আমরা কিভাবে পাগুলো কে চিনতে পারবো ?? হ্যা এতকিছু যেহেতু চিনতে পেরেছেন তো রেগুলেটর এর পা চিনতেও সময় লাগবে না :) Lm7805-pinout-diagram-300x238 ::::আসুন নিজেই বানাই মাল্টি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সার্কিট::::: উপরের চিত্রের মত রেগুলেটরকে সোজা করে ধরলে একদম বাম পাশের পা হবে ১ম পা এরপরে যথাক্রমে ২য় এব ৩য় পা……………… আশা করি সার্কিট টা সম্পূণ ভালো ভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সতো খোলাই আছে আর আমার এই টিউন থেকে যদি আপনাদের একবিন্দু ও উপকার হয় তবে আমার এই টিউন সার্থক হবে……

No comments:

Post a Comment

x

Get Updates On

Free & Premium Templates

Free Widgets & Plugins

Unlock Blogging Success

Premium Resources

Straight Into Your INBOX!

We are going to send you our resources for free. To collect your copy at first, join our mailing list. We are promising not to bother you by sending useless information. So don't miss any updates, stay connected!